হোম > বিনোদন > সিনেমা

জয়া বললেন, ‘১০০০ সাবস্ক্রাইবার হলে ভিডিও দেব’

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভীষণ সরব অভিনেত্রী জয়া আহসান। প্রায় প্রতিদিনই নতুন ছবি আর পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য বিশেষ ফটোশুট করেন। বিশেষ দিবস উপলক্ষে লেখেন লম্বা লেখা।

এই সময়ের ডিজিটাল প্রচারণায় দেশের অন্যান্য শিল্পীদের তুলনায় এগিয়ে আছেন জয়া আহসান। ফেসবুকে এই মুহূর্তে তাঁর অনুসারীর সংখ্যা ৫৩ লাখেরও বেশি। আর ইনস্টাগ্রামে ২৫ লাখ। তবে এতদিন ইউটিউবে কোনো কার্যক্রম ছিল না জয়া আহসানের।

২৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে অভিনেত্রী ঘোষণা দিলেন, তিনি ইউটিউবে হাজির হয়েছেন। ‘জয়া আহসান’ নামেই ইউটিউবে খোলা হয়েছে নতুন চ্যানেল। এখন থেকে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ইউটিউবেও নিয়মিত কনটেন্ট আপলোড করবেন জয়া।

তবে এখন পর্যন্ত জয়ার চ্যানেলে কোনো কনটেন্ট নেই। এক হাজার সাবস্ক্রাইবারের শর্ত বেঁধে দিয়েছেন তিনি। নগরবাউল জেমসের তোলা নিজের একটি ছবি পোস্ট করে জয়া আহসান লিখেছেন, ‘যদি ১০০০ সাবস্ক্রাইবার পাই, তাহলে প্রথম ভিডিওটি রিলিজ করব।’

এরইমধ্যে সে লক্ষের কাছাকাছি জয়ার চ্যানেল। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল নয় শ’র কাছাকাছি।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার