প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
পার্টি (বাংলা ওয়েব ফিল্ম)
- অভিনয়: জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ প্রমুখ
- মুক্তি: আইস্ক্রিন (১ জুন)
- গল্পসংক্ষেপ: মা-বাবা না থাকার সুযোগে বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করে এক তরুণ। পার্টিতে এসে হাজির হয় অপরিচিত এক ব্যক্তি। তার আগমনে সবার মনের আনন্দ পরিণত হয় বেদনায়। ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা।
ক্রিমিনাল জাস্টিস সিজন ৪ (হিন্দি সিরিজ)
- অভিনয়: পঙ্কজ ত্রিপাঠী, জিসান আইয়ুব, সুরভিন চাওলা
- মুক্তি: জিও হটস্টার (২৯ মে)
- গল্পসংক্ষেপ: আইনজীবী মাধব মিশ্রার কাছে নতুন মামলা এসেছে। বান্ধবীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাইয়ের নামী হাসপাতালের এক চিকিৎসককে। এ মামলা লড়ার জন্য ওই চিকিৎসকের স্ত্রী আসে মাধবের কাছে। অনুসন্ধান শুরু করে মাধব। তবে মামলা যতটা সহজ ভাবা হয়েছিল, ততটা সহজ নয়।
দ্য বেটার সিস্টার (ইংরেজি সিরিজ)
- অভিনয়: জেসিকা বেল, এলিজাবেথ ব্যাঙ্কস, কোরি স্টল
- মুক্তি: প্রাইম ভিডিও (২৯ মে)
- গল্পসংক্ষেপ: বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই বোন ক্লো ও নিকির গল্প নিয়ে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিরিজ। একদিন খুন হয় নিকির স্বামী অ্যাডাম। সন্দেহ করা হয় তাদের পালিত সন্তান ইথানকে। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, নিকির বোন ক্লো-ই ইথানের আসল মা। ক্লোর সঙ্গে আগেবিয়ে হয়েছিল অ্যাডামের। বেরিয়ে আসতে থাকে নিকি ও ক্লোর পারিবারিক গোপনীয়তা এবং অতীতের বিশ্বাসঘাতকতার কাহিনি।