ঈদুল আজহার বাকি আর কিছুদিন। এরই মধ্যে কঠোর লকডাউন শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও বন্ধ। কবে খুলবে সে সিদ্ধান্তও হয়নি। তবু শাকিব খানের সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ ঈদে মুক্তি দেওয়ার জন্য সব রকম প্রস্তুতিই নিয়ে রেখেছেন পরিচালক তপু খান। শেষ কয়েক দিনের শুটিং চলমান থাকলেও লকডাউনের কারণে আপাতত স্থগিত রেখেছেন।
যদিও সরকারি প্রজ্ঞাপনে শুটিং নিয়ে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তবু লকডাউনের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা শুটিং স্থগিত রাখার পক্ষে। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘সিনেমার টিমের সঙ্গে বসেছি আমরা। আমরা চাইছি না এখন শুটিং হোক। সব ধরনের চলচ্চিত্রের শুটিংই স্থগিত রাখার জন্য বলেছি।’
অন্যদিকে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তির অপেক্ষায় আছে। ‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটির শুটিং আগেই শেষ হয়েছে। গত ঈদে মুক্তির প্রতীক্ষিত ছিল সিনেমাটি। ভারতে সিনেমাটির পোস্ট প্রডাকশন হয়েছে।