একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।
ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে শাকিব খান চেষ্টা করেছিলেন, গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হওয়ার। তবে যত দিন গেছে, শাকিব খান অ্যাকশন-রোমান্টিক-ক্রাইম এসব প্রচলিত বাণিজ্যিক ঘরানায় আটকে গিয়েছিলেন। শাকিব খানের ‘মাঝি’ চরিত্রে হাজির হওয়ার খবরটি তাই ভক্তদের মাঝে উৎসাহ জুগিয়েছে।
ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। যে সব অঞ্চলে আগে কখনো কোনো ছবির শুটিং হয়নি, এমন লোকেশনই নির্বাচন করা হয়েছে। ছবির বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। শুটিং হবে জামালপুর ও টাঙ্গাইলে।
এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী—এমনটাই শোনা যাচ্ছে।