হোম > বিনোদন > সিনেমা

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্মাতা অরুণ রায়

হাসপাতালে ভর্তি হয়েছেন টালিউডের জনপ্রিয় পরিচালক অরুণ রায়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি ক্যানসারে আক্রান্ত এই নির্মাতার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। গত কয়েক দিন ধরে অসুস্থতা বাড়লে তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ের সময় সামনে আসে অরুণ রায়ের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার।

এ বছরের দুর্গাপূজায় মুক্তি পায় অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত সিনেমা ‘বাঘা যতীন’। সিনেমাটির শুটিংয়ের সময় তিনি জানতে পারেন অসুস্থতার খবর, তার মধ্যেও শুটিং শেষ করেন তিনি। কেমোথেরাপি চলাকালীনও কাজ করে গেছেন অরুণ রায়। অসুস্থতা নিয়েও সিনেমাটির প্রচারে অংশ নেন তিনি।

টালিউড অভিনেতা দেবকে ‘বাঘা যতীন’ সিনেমার প্রচারের সময়ই পরিচালকের অসুস্থতার প্রসঙ্গে বলতে শোনা যায়, তিনি অরুণ রায়কে সমস্ত ভাবে সহযোগিতা করবেন। তবে অরুণ রায় নিজেই তাঁর অসুস্থতা নিয়ে ব্যস্ত হতে রাজি ছিলেন না। উল্টে তাঁর মতে, ‘এটা তো যে কারও হতে পারে, তেমন কিছু নয় তো।’

উল্লেখ্য, ‘বাঘা যতীন’ ছাড়াও, ‘৮ / ১২ ’, ‘হীরালাল’ ইত্যাদির মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি।

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন