হোম > বিনোদন > সিনেমা

১০ স্বপ্নবাজ তরুণের ১০ স্বল্পদৈর্ঘ্য সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সিনেমার প্রদর্শনীতে হাজির নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গত শুক্রবার প্রদর্শিত হয়েছে ১০ জন তরুণ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। স্বল্প খরচে নির্মিত সিনেমাগুলোতে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরেছেন নির্মাতারা। এই আয়োজনে উপস্থিত ছিলেন অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী।

স্বপ্ন সিনেমা বানানো আর কপালে করপোরেট জব। ৯টা-৫টার চাকরির লুপে পড়ে কিংবা নিজেদের আলসেমির জন্য সিনেমাটা ঠিক বানিয়ে উঠতে পারছিলেন না তাঁরা। অবশেষে সাহস করে এই শহরের ১০ জন স্বপ্নবাজ তরুণ নেমে পড়েন স্বল্প খরচে গল্প বানানোর চ্যালেঞ্জে। অবশেষে সেই চ্যালেঞ্জ পেরিয়ে গেলেন তাঁরা। তাই তো ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারসের পক্ষ থেকে এই আয়োজনের আমন্ত্রণপত্রে লেখা ছিল ‘আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। হঠাৎ আবিষ্কার করলাম আমরা এই কয়জন—বেঁচে আছি জীবনে একটা ফিল্ম বানাব বলে।’

এদিন প্রদর্শিত হয়েছে জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিব বানিয়েছেন ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’ ও আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।

ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার টিমের মুখপাত্র শেখ কোরাশানী বলেন, ‘এমন অনেকে আছেন, চাকরি করলেও যাঁদের মনে সিনেমা বানানোর স্বপ্ন। এমন কয়েকটা ছেলেমেয়ে একসঙ্গে হলে যা হয় আর কী! চায়ের ব্রেকে, লাঞ্চ টাইমে বা কাজের ফাঁকে নিজেদের মধ্যে শুধু একটা টপিকেই কথা—জীবনে অন্তত একটা সিনেমা বানাব। এক সময় নিজেরাই বুঝতে পারলাম, শুরু না করলে কখনোই বানানো হবে না। অন্তত হাত তো পাকাতে হবে! তা ছাড়া, কয়েকজনের তো আগেই বানানোর অভিজ্ঞতা আছে। কোনো একদিন সিনেমা বানাব ঠিকই, আপাতত শর্টফিল্ম বানাই। এই ভাবনায় শুরু হয়েছে আমাদের প্রজেক্ট।’

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব