হোম > বিনোদন > সিনেমা

‘তাণ্ডব’ নিয়ে নার্ভাস ছিলেন সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘তাণ্ডব’ সিনেমার পোস্টারে শাকিব খানের সঙ্গে সাবিলা। ছবি: সংগৃহীত

ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘তাণ্ডব’। অভিনেত্রী সাবিলা নূরের প্রথম কমার্শিয়াল সিনেমা এটি। রায়হান রাফীর পরিচালনায় প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন শাকিব খানকে। তার পরেও ‘তাণ্ডব’ মুক্তির আগে নার্ভাস ছিলেন সাবিলা। তাই প্রথম দিনেই দর্শক প্রতিক্রিয়া জানতে ছুটে গিয়েছিলেন হলে। সেখানে অভিনেত্রী জানান, মুক্তির আগে নার্ভাস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়ে গেছে।

সাবিলা নূর বলেন, ‘ঈদের আগের রাত থেকে অনেক নার্ভাস ছিলাম। পরীক্ষার আগের রাতে যে অনুভূতি হয়। মনে হচ্ছিল রাত পোহালেই পরীক্ষা। নির্মাতা ও প্রযোজকের সঙ্গে আমার নার্ভাসনেসের কথা শেয়ার করেছিলাম। তবে প্রথম দিন দর্শকদের প্রতিক্রিয়া দেখার পর সেই নার্ভাসনেস দূর হয়ে গেছে। সিনেমা দেখে দর্শক যে ভালোবাসা দেখাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

সাবিলা নূর। ছবি: সংগৃহীত

সিনেমার নির্মাতা ও সহশিল্পীদের প্রতি ধন্যবাদ জানিয়ে সাবিলা বলেন, ‘নির্মাতা রায়হান রাফীকে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই। তিনি বিশ্বাস করেছিলেন “তাণ্ডব”-এর নিশাত চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব। এত বড় আয়োজনে আমাকে যুক্ত করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া এখানে অনেক গুণী অভিনয়শিল্পীরা কাজ করেছেন। আমি খুব লাকি যে শাকিব খান, জয়া আহসানসহ এত গুণী অভিনেতাদের সঙ্গে কমার্শিয়াল সিনেমায় অভিষেক করতে পেরেছি।’

এবার ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক হলে প্রদর্শিত হচ্ছে ‘তাণ্ডব’। ১৩২টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এই সিনেমায়ও শাকিব খানকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক। হত্যা করে প্রতাপশালী এক ব্যক্তিকে। ওই ভবনের সবাইকে জিম্মি করে রাখে। ভেতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টানটান লড়াই। নায়কের এই অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। প্রযোজনা করেছে এসভিএফ, আলফা আই ও চরকি।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

পর্দায় টমি মিয়া হবেন সাজ্জাদ হোসেন

শিল্পীদের বিদেশে স্থায়ী হওয়ার কারণ জানালেন মিশা সওদাগর

খালিদ বিন ওয়ালিদকে নিয়ে সিনেমা বানাচ্ছে সৌদি আরব

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি