হোম > বিনোদন > সিনেমা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নুসরাত ফারিয়া, অসুস্থতা নিয়ে যা জানা গেল

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে ঢাকার বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, ফারিয়ার খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি।

গতকাল রাতে চিকিৎসা নেওয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়। এ কারণে আজ শুক্রবার দুপুরে ফারিয়াকে বাসায় নেওয়া হয়েছে।

তবে চিকিৎসকেরা ফারিয়াকে সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন। এরপর জানা যাবে সমস্যাটা কী। নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী পারভিন গণমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকেরা ফারিয়াকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চান। সিটি স্ক্যান ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করতে হবে তাঁর।’

তিনি আরও বলেন, ‘শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এখন দেখা যাক চিকিৎসক কী বলেন।’

উল্লেখ্য, ২০১৫ সালে ‘আশিকী’ চলচ্চিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। বাংলাদেশের সঙ্গে টালিউডেও কাজ করছেন নিয়মিত। উপস্থাপনা, মডেলিংয়ের সঙ্গে বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন তিনি।

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি