‘মহানগর’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন খায়রুল বাশার ও রুকাইয়া জাহান চমক। এরপর নাটকে একসঙ্গে অভিনয় শুরু করেন তাঁরা।
সম্প্রতি একাধিক নাটকে তাঁদেরকে জুটি হিসেবে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার খায়রুল বাসার ও চমক হাজির ‘অবশেষে একা’ নাটকে। লিমন আহমেদের রচনায় নাটকটি বানিয়েছেন নিকুল কুমার মন্ডল।
গত ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। পরিচালক নিকুল বলেন, ‘আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নানা বোধগুলোই মনে ধরে রাখে। সেই ভাবনা থেকে এ নাটক বানিয়েছি। দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প উঠে আসবে এ নাটকে।’
নাটকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করেছেন চমক। তিনি তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে।’
পরিচালক জানান, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিরই টিভির পর্দায় দেখা যাবে।