হোম > বিনোদন > সিনেমা

আবারও আইটেম গানে মাহি

কয়েক বছর আগেও ঢাকাই ছবিতে ছিল আইটেম গানের রমরমা। ছবি মানেই একটি আইটেম গান থাকবে—এটি যেন ছিল অলিখিত নিয়ম। ‘অগ্নি’ ছবির আইটেম গান ‘ম্যাজিক মামণি’তে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন মাহিয়া মাহি। এরপর ‘অবতার’ ছবির ‘রঙ্গিলা বেবি’ এবং ‘অন্ধকার জগৎ’-এর ‘রোমিওর খোঁজে জুলিয়েট’ গানে নেচেও আলোচিত হয়েছিলেন মাহি।

আবারও আইটেম গান নিয়ে আসছেন মাহিয়া মাহি। শাহীন সুমনের ওয়েব সিরিজ ‘মাফিয়া’র আইটেম গানে দেখা মিলবে তাঁর। ‘দুষ্টু রসিক’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত এবং গেয়েছেন মায়ামণি।

ওয়েব সিরিজ ‘মাফিয়া’র নির্মাতা শাহীন সুমন বলেন, ‘গল্পের প্রয়োজনেই আইটেম গানটি করা হচ্ছে। মাহি নাচে দারুণ। তার আইটেম গানগুলো হিট হয়। আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না।’
জানা গেছে, এই ওয়েব সিরিজে মাহিয়া মাহিকে দেখা যাবে প্রতিশোধপরায়ণ এক যুবতীর চরিত্রে। হত্যার প্রতিশোধ নিতে বিদেশ থেকে দেশে ফেরেন তিনি। তারপর একে একে শত্রুদের হত্যা করতে থাকেন। প্রধান শত্রুকে হত্যা করার পর সে রাতেই গানটিতে নাচবেন মাহি।

শাপলা মিডিয়ার ব্যানারে তৈরি হচ্ছে মেগা ওয়েব সিরিজ ‘মাফিয়া’। মাহিয়া মাহি ছাড়াও একঝাঁক তারকা অভিনয় করছেন এতে। আছেন মিশা সওদাগর, জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, ইমন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, আঁচল, আঁখি প্রমুখ। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজে। 

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান