কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের সেপ্টেম্বর মাসের প্রতিযোগিতায় ‘বেস্ট ফিলোসফিক্যাল ফিল্ম’ হিসেবে পুরস্কৃত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন ইশ্বরের গল্প’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লায়েক আহমেদ পবন। পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও প্রযোজনাও করেছেন তিনি। অভিনয় করেছেন শাহরিয়ার আহমেদ সামী, সহযোগী পরিচালনা করেছেন ইন্দ্রিয় অপূর্ব ও সংগীতে আছেন রূপক।
আগেও বেশ কয়েকটি প্রতিযোগিতায় নমিনেশন ও পুরস্কার পেলেও এটিকেই ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে দেখছেন পবন।
সামনে বাংলাদেশের গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্ট (নাটোর), বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট, সিনেমেকিং ফিল্ম ফেস্টসহ (ঢাকা) আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।