হোম > বিনোদন > সিনেমা

পুরস্কৃত পবনের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একজন ইশ্বরের গল্প’

কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের সেপ্টেম্বর মাসের প্রতিযোগিতায় ‘বেস্ট ফিলোসফিক্যাল ফিল্ম’ হিসেবে পুরস্কৃত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একজন ইশ্বরের গল্প’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লায়েক আহমেদ পবন। পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা ও প্রযোজনাও করেছেন তিনি। অভিনয় করেছেন শাহরিয়ার আহমেদ সামী, সহযোগী পরিচালনা করেছেন ইন্দ্রিয় অপূর্ব ও সংগীতে আছেন রূপক।

আগেও বেশ কয়েকটি প্রতিযোগিতায় নমিনেশন ও পুরস্কার পেলেও এটিকেই ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে দেখছেন পবন।

এক বিজ্ঞপ্তিতে নির্মাতা জানান, এখন পর্যন্ত মোট ত্রিশটিরও বেশি চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্রের প্রিমিয়ার হয়েছে। দেশের বাইরে ছয়টি ও দেশে দুইটি পুরস্কার জিতেছে।

সামনে বাংলাদেশের গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্ট (নাটোর), বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট, সিনেমেকিং ফিল্ম ফেস্টসহ (ঢাকা) আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়