হোম > বিনোদন > সিনেমা

মোশাররফের সঙ্গে জিৎ

‘দ্বিতীয় মানুষ’ নামে একটি ছবি বানাচ্ছেন নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। দুজন পুরুষের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। এতে এক পুরুষ হবেন কলকাতার নায়ক জিৎ, এমন খবর আগেই বেরিয়েছিল। এবার জানা গেল, ছবির অন্য পুরুষের চরিত্রে থাকবেন মোশাররফ করিম।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে এর আগেও দেখা গেছে টালিউড নায়ক জিৎকে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘বাদশা দ্য ডন’, ‘বস ২’, ‘সুলতান দ্য সেভিয়ার’ ও ‘ইন্সপেক্টর নটি কে’ নামে যৌথ প্রযোজনার চারটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে মোশাররফ করিম ও জিৎ—এ দুজনের একসঙ্গে অভিনয়ের ঘটনা এবারই প্রথম। আগামী বছরের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে নির্মাতা সঞ্জয় সমদ্দার শেষ করবেন তাঁর আরেকটি ছবি ‘বায়োপিক’-এর কাজ। পরীমণিকে নিয়ে আগামী মাস থেকে ‘বায়োপিক’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘দ্বিতীয় মানুষ’ ছবির প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, ‘আমি আগেও মোশাররফ ভাইকে নিয়ে নাটক বানিয়েছি। এ ছবির গল্পটা বেশ আগেই তাঁকে শুনিয়েছিলাম। গল্প শোনার পর মোশাররফ ভাই রাজি হয়েছেন। বড় আয়োজনে নির্মিত হবে ছবিটি। আর জিৎও গল্প পছন্দ করেছেন। জানুয়ারি থেকে শুটিং করার পরিকল্পনা করছি।’

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা