হোম > বিনোদন > সিনেমা

বিপ্লবী ‘বাঘা যতীন’ রূপে দেবের চমক

কয়েক বছরে পশ্চিমবঙ্গের অভিনেতা দেব অধিকারী নিজেকে বদলে ফেলেছেন। এখন গল্পনির্ভর সিনেমার দিকেই নজর এই অভিনেতার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন নিয়মিত। কয়েক দিন আগেই মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘প্রজাপতি’তে ব্যাপক সাফল্য পেয়েছেন। এবার তিনি বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে নিজেই এই ছবির পোস্টার শেয়ার করেন অভিনেতা। চলচ্চিত্রটি এ বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দেব ফেসবুকে লিখেছেন, ‘অজস্র কঠিন লড়াইয়ের পর দু শ বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী বাঘা যতীনের গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।’

উসকো-খুসকো চুল, সারা মুখে যেন ধুলোমাখা, কপালে লাল তিলক। কোঁকড়া চুলের এই রূপে দেবকে হঠাৎ দেখলে চেনা দায়।

চলচ্চিত্রটি পরিচালনায় রয়েছেন অরুণ রায়। ‘বাঘা যতীন’–এর স্ত্রী ইন্দুবালার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সৃজা দত্তকে। জানা যায়, প্রায় ৯ হাজার আবেদনকারীর মধ্যে থেকে বাছাই করা হয় সৃজাকে। একটি সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন নতুন মুখ খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনও দিয়েছিলেন তাঁরা। হাজার হাজার আবেদনের মধ্যে প্রথমে ২০ জনকে বেছে নেওয়া হয়। তারপর সেখান থেকে বাছাই করে সৃজাকে চূড়ান্ত করা হয়। এই চরিত্রের জন্য সৃজাকেই একেবারে পারফেক্ট মনে হয়েছে তাঁর।

গত বছর স্বাধীনতা দিবসের সকালে এই ছবির টিজার প্রকাশ করেছিলেন অভিনেতা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন দেব। টিজার ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছিলেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর-বাঘা যতীন।’

বাঘা যতী ছিলেন বাঙালি ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তার ভালো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু তিনি বাঘা যতীন নামেই সকলের কাছে পরিচিত। অস্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে বাঘ হত্যা করার পর তাঁকে বাঘা যতীন নামে অভিহিত করা হয়। ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর নদীয়া জেলার কুষ্টিয়ায় মামার বাড়িতে জন্ম নেন তিনি। মাত্র ৩৬ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করে মৃত্যুবরণ করেন এই বীরযোদ্ধা। বেঙ্গল গভর্নরের ব্যক্তিগত সচিবের লোভনীয় চাকরি ছেড়ে দেশ মাতৃকার জন্য তিনি ছুটে এসেছিলেন।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি