ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। ২০১০ সালে তামিল সিনেমায় অভিষেক। একই বছর নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি হয়ে তেলুগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের ছবিতে অভিনয় করেন। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা।
লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই তারকা জুটি। প্রেমের সম্পর্ক নিয়ে নানা খবর রটে গণমাধ্যমে। সবকিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই জুটি নিয়ে নতুন গুঞ্জন, ভেঙে যাচ্ছে চৈতন্য-সামান্থার সংসার!
‘আমার নিজের একটা পরিচয় ছিল। যে পরিচয়টা বহু কষ্টে অর্জিত। কিন্তু গত কয়েক বছরে মনে হচ্ছে সেই পরিচয়টা অন্য কোনো বড় নামের আড়ালে ঢেকে যাচ্ছে। আমি আমার পরিচয়ে পরিচিত হতে চাই।’
সামান্থা আক্কিনেনি, অভিনেত্রী
আগের মতো সামান্থা রুথ প্রভু নামে দেখা যাচ্ছে তাঁর প্রোফাইলের নাম। এরপরই শুরু হয়েছে সামান্থা-নাগার সংসার ভাঙার গুঞ্জন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সামান্থার।