সুন্দরবনজীবীদের কাছে পূজিত এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালরা সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁদের কাছে বনবিবি হচ্ছেন সুরক্ষা দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। এই চরিত্রের আবহ এবার উঠে আসছে বড় পর্দায়। কলকাতায় তৈরি হচ্ছে বনবিবিকে নিয়ে ছবি ‘বনবিবি’।
ছবিটি বানাচ্ছেন রাজদীপ ঘোষ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রোহিত সৌম্য। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’ প্রযোজনা করছেন রানা সরকার ও সায়নদীপ ধর। প্রযোজক রানা সরকার জানান, ভারতে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। চিত্রগ্রহণে আছেন সুপ্রিয় দত্ত।
‘বনবিবি’ ছবিতে আরও আছেন আর্য দাশগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, মিশকা হালিম, দীপান্বিতা নাথ এবং একটি বিশেষ চরিত্রে সোহিনী সরকার। সুন্দরবন অঞ্চলের জীবন-জীবিকা, লোককথা ও অপরাধের গল্প উঠে আসবে ছবিতে। পাওয়া যাবে সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা।
প্রযোজক রানা সরকার আশা করছেন, ‘বনবিবি’ হবে আগামী বছরের অন্যতম আলোচিত ছবি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হবে বলে আশা তাঁর। কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয়, ‘বনবিবি’ মুক্তি পাবে বড় পর্দায়—জানিয়েছেন প্রযোজক।