হোম > বিনোদন > সিনেমা

‘হাবিবি’ শুটিংয়ে ফারিয়ার মুম্বাই যাত্রা

‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। গানটি নিয়ে আলোচনা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। তবে দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ গেয়ে প্রশংসা পেয়েছেন এই গায়িকা-নায়িকা। আবারও নতুন গান নিয়ে আসছেন। নাম ‘হাবিবি’। নতুন গানের শুটিংয়ে ফারিয়া এখন আছেন মুম্বাইতে।

মুম্বাই থেকে ফারিয়া জানান, গত ৩ সেপ্টেম্বর গানের রেকর্ডিং হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রায় সাত মাস ধরে গানটির কাজ করছি। এর ভিডিও ধারণও শেষ। এসভিএফ থেকে গানটি প্রকাশ হবে শিগগিরই।’

‘আমি চাই থাকতে’র প্রায় পুরো টিম ‘হাবিবি’ ভিডিওটি তৈরি করেছে। পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতের বাবা যাদব।

এদিকে, আগামী নভেম্বরে শুরু হচ্ছে ফারিয়া অভিনীত বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ ছবির শেষ অংশের কাজ। এর আগে চলতি মাসে ‘গুনিন’ ছবিতে কাজ করার কথা থাকলেও ‘হাবিবি’ ও ‘বঙ্গবন্ধু’র জন্য তা বাতিল করেন তিনি।

নভেম্বরেই ‘বঙ্গবন্ধু’র শেষ ধাপের শুটিং হবে বাংলাদেশে। ঢাকার বিভিন্ন এলাকায় এ ছবির দৃশ্যধারণ হবে বলে জানিয়েছেন বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী। তিনি বলেন, ‘আগামী মাসেই আমরা শুটিং শুরু করছি। এবার শুটিং করলেই দৃশ্যধারণের পর্ব সম্পন্ন হবে। শুটিং সামনে রেখে ইতিমধ্যে ভারত থেকে ছবির কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। তারা বিভিন্ন লোকেশনে ঘুরেছে। কিছু প্রস্তুতি নিয়েছে।’ জানা গেছে, রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় ছবির শুটিং হবে।

‘বঙ্গবন্ধু’র ছবির শুটিং শেষে লন্ডনে যাবেন এই অভিনেত্রী। সেখানে ‘বিবাহ অভিযান ২’ ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। প্রথম ছবিটির মতো এখানেও নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’