হোম > বিনোদন > সিনেমা

তাহসান নায়ক, নায়িকা বাঁধন

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

সন্ধ্যায় কনসার্ট ছিল। তাহসান তাই রেডি হয়ে বেরুচ্ছিলেন। হঠাৎ দেখলেন, বাসায় একটা কেক এসে হাজির। সাদা রঙের কেকটার গায়ে ইংরেজি হরফে লেখা ‘আ ফিল্ম বাই সাদিক আহমেদ, আ ব্লেসড ম্যান’। 

কনসার্ট শেষে বাসায় ফিরে, হাতে কেক নিয়ে তাহসান অনেকগুলো সেলফি তুললেন। ফেসবুকে পোস্টও করলেন তিনটি ছবি। সঙ্গে একটা ভিডিও। এক মিনিটের ওই ভিডিওতে তাহসান বললেন বিস্তারিত। বাসায় হঠাৎ কেক এসে উপস্থিত হওয়া, এবং সেটা নিয়ে এত হইচইয়ের কারণ। 

নতুন সিনেমায় অভিনয় করছেন তাহসান। ওই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাসায় কেক পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। 

অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে চারদিকে এত হট্টগোলের মধ্যে, কেউ কেউ ঠিকই খেয়াল করেছিলেন যে, বাঁধন আগের চেয়ে শুকিয়েছেন। এবং ক্রমেই আরও মেদ ঝরছে। 

অনেকে প্রশ্নও করেছেন। বাঁধন হয়তো কিছু একটা বলে পাশ কাটিয়েছেন, নয়তো নীরব থেকেছেন। এতদিনে এসে, ফেসবুক লাইভে দিলেন ঠিকঠাক উত্তর। জানালেন তাঁর এত শুকানোর কারণ। 

নতুন যে সিনেমায় বাঁধন অভিনয় করছেন, সেটার জন্যই ওজন কমাচ্ছেন। আরও নাকি কমাতে হবে! 

তাহসান ও বাঁধন, এ দুজন জুটি হয়ে সিনেমায় এই প্রথম অভিনয় করবেন। সিনেমার নাম ‘আ ব্লেসড ম্যান’। 

রোববার রাতে দুজন কাছাকাছি সময়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন এ ঘোষণা। দুজনেই ভীষণ এক্সাইটেড। ভিডিওতে তাঁদের এক্সপ্রেশনে সেটা স্পষ্ট ধরা পড়েছে। 

বাঁধন বলেছেন, ‘গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্রটি। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’ 

‘আ ব্লেসড ম্যান’ ছবির নির্মাতা সাদিক আহমেদ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, এটা জানিয়ে তাহসান বলেছেন, ‘সাদিক আহমেদ খুবই মেধাবি নির্মাতা। উনি বাংলাদেশে অলরেডি চলে এসেছেন। উনার সাথে এ সপ্তাহেই বসলাম। অ্যান্ড আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। স্ক্রিপ্ট ইজ অ্যামেজিং।’ 

শিগগিরই ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার শুটিং শুরু হবে। প্রযোজনা করছে বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খানের প্রতিষ্ঠান অ্যাপল বক্স ফিল্মস।

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি