হোম > বিনোদন > সিনেমা

শাকিবের নতুন সিনেমার গুঞ্জন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিব খান। ছবি: সংগৃহীত

ঈদে প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ মুক্তির পর থেকে আলোচনা শুরু হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা নিয়ে। শোনা যাচ্ছে, ‘বরবাদ’খ্যাত মেহেদী হাসান হৃদয় পরিচালনা করবেন শাকিবের পরের সিনেমা। এ ছাড়া পরিচালক রায়হান রাফী ও অনন্য মামুনের নামও আছে আলোচনায়। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘এম আর নাইন’ সিনেমার পরিচালক আসিফ আকবরের নতুন সিনেমায় অভিনয় করবেন শাকিব খান।

সিনেমাটি নিয়ে শাকিবের সঙ্গে আলোচনাও সেরেছেন নির্মাতা। এখন চলছে চিত্রনাট্যের কাজ। আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে শাকিব খানের। সে সময় আসবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। আরও শোনা যাচ্ছে, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। একজন বাংলাদেশের, আরেকজন হলিউডের অভিনেত্রী। খলনায়ক চরিত্রে দেখা যাবে হলিউডের পরিচিত এক অভিনেতাকে।

আগামী মাসে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সবকিছু ঠিক থাকলে ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমা ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা। এটি ছাড়াও শাকিবকে জড়িয়ে আরও কয়েকটি সিনেমার নাম শোনা যাচ্ছে। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেনাবাহিনীর অফিসারের চরিত্রে শাকিবের লুক। গুঞ্জন ছড়ায়, তরুণ নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় এই লুকে দেখা যাবে তাঁকে। তবে গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি।

এ ছাড়া, তাণ্ডব মুক্তির পর ইতিমধ্যে সিনেমার সিকুয়েলের কথা জানিয়েছেন রায়হান রাফী। এর আগে গত বছর মুক্তি পাওয়া ‘তুফান’-এর সিকুয়েলেরও ঘোষণা এসেছিল।

নেপালে সেরা সিনেমার পুরস্কার পেল ‘সাঁতাও’

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন