হোম > বিনোদন > সিনেমা

শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে চার শিল্পী

গঠিত হলো চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড। বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২১-এর ৭ ধারা অনুযায়ী এটি গঠিত হয়েছে। এতে কাজ করার জন্য মনোনীত হলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তা, চলচ্চিত্র ও নাট্য সংগঠনগুলোর থেকে ১৪ জন সদস্য। সম্প্রতি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম।

ট্রাস্টি বোর্ডে দায়িত্ব পেয়েছেন অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, পূর্ণিমা ও নির্মাতা সোহানুর রহমান সোহান। শিল্পী সমিতির সভাপতি পদাধিকারে এই কমিটিতে স্থান পেয়েছেন মিশা আর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে বোর্ডে আছেন সোহানুর রহমান সোহান। বিশিষ্ট চলচ্চিত্র-সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন শহীদুজ্জামান সেলিম ও চিত্রনায়িকা পূর্ণিমা।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান থাকবেন ভাইস চেয়ারম্যান হিসেবে। সেই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে ট্রাস্টের সদস্যসচিব করে প্রকাশ করা হয়েছে ১৪ সদস্যের কমিটি।

বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট আইনে সেলুলয়েড, অ্যানালগ, ডিজিটাল বা টেলিভিশনসহ অন্য যেকোনো মাধ্যমে নির্মিত চলচ্চিত্র, যেমন পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, টেলিফিল্ম, প্রামাণ্যচিত্র, কার্টুনচিত্র, অ্যানিমেশনচিত্র অন্তর্ভুক্ত। এর আওতায় ‘চলচ্চিত্রশিল্পী’ অর্থাৎ চলচ্চিত্রে অভিনয়সহ সব ধরনের নির্মাণকাজে নিয়োজিত সব শিল্পী-কলাকুশলীদের কল্যাণে কাজ করবে এই ট্রাস্টি বোর্ড।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’