হোম > বিনোদন > সিনেমা

পুলিশি অ্যাকশন ছবিতে শাকিব খান

পুলিশি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আগামী বছরের জানুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে। বিগ বাজেটের ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান।

পরিচালক খোকন বলেন, ‘শাকিবকে নিয়ে আমার অসংখ্য ছবি সুপারহিট হয়েছে। তার সঙ্গে কাজ করে সব সময়ই আনন্দ পেয়েছি আমি। শাকিব আমাকে ভীষণ শ্রদ্ধা করে। শাকিবের প্রযোজনার ছবি সব সময়ই বড় বাজেটের হয়। নতুন ছবিটি বড় আয়োজনের হবে এটুকু বলতে পারি।’

ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সাহসিকতা নিয়েই হবে ছবিটা। আমাদের একটা ভারতীয় ছবির স্বত্ব নেওয়া আছে রিমেকের জন্য। তবে মৌলিক গল্পও লেখা হচ্ছে। শেষ পর্যন্ত বসে সিদ্ধান্ত নেওয়া হবে কোন স্ক্রিপ্টে শুটিং শুরু করা যায়। শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’

পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে ২০১৩ সালে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। সেই ছবিটি ছিল সুপার ডুপার হিট। এরপর ‘নবাব এলএলবি’ ছবিতে দেখা যায় এই জুটিকে। ছবিটি প্রশংসা পায়। জোর গুঞ্জন, মাহি হতে যাচ্ছেন এই ছবির নায়িকা।

ছবিতে নায়িকা হিসেবে পরিচালকের প্রাথমিক পছন্দ মাহিয়া মাহি। তবে শাকিবের বিপরীতে নায়িকা বদলও হতে পারে। সে ক্ষেত্রে নতুন নায়িকার প্রাধান্য থাকবে। শাকিবের বিপরীতে মাহির অভিনয় প্রসঙ্গে খোকন বলেন, ‘মাহি পছন্দের তালিকায় আছে। তবে স্ক্রিপ্ট ফাইনাল হলে বলা যাবে এই ছবির জুটি কী হতে যাচ্ছে।’

২০০৪ সালে ‘ধর শয়তান’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বদিউল আলম খোকনের পরিচালনায় প্রথম কাজ করেন শাকিব খান। এ পর্যন্ত তাঁরা একসঙ্গে ২৩টি ছবিতে কাজ করেছেন। প্রায় সব ছবি ব্যবসাসফল। সর্বশেষ ২০১৫ সালে এই জুটির ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পায়। ২০১৯ সালে ‘আগুন’ ছবিতে ফের একসঙ্গে কাজ করেন তাঁরা।

বর্তমানে শাকিব খান ‘গলুই’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে মাহিয়া মাহি শেষ করেছেন ‘যাও পাখি বলো তারে’।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং