পুলিশি অ্যাকশন ছবিতে অভিনয় করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আগামী বছরের জানুয়ারিতে এই ছবির শুটিং শুরু হবে। বিগ বাজেটের ছবিটি প্রযোজনাও করছেন শাকিব খান।
পরিচালক খোকন বলেন, ‘শাকিবকে নিয়ে আমার অসংখ্য ছবি সুপারহিট হয়েছে। তার সঙ্গে কাজ করে সব সময়ই আনন্দ পেয়েছি আমি। শাকিব আমাকে ভীষণ শ্রদ্ধা করে। শাকিবের প্রযোজনার ছবি সব সময়ই বড় বাজেটের হয়। নতুন ছবিটি বড় আয়োজনের হবে এটুকু বলতে পারি।’
ছবির গল্প নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সাহসিকতা নিয়েই হবে ছবিটা। আমাদের একটা ভারতীয় ছবির স্বত্ব নেওয়া আছে রিমেকের জন্য। তবে মৌলিক গল্পও লেখা হচ্ছে। শেষ পর্যন্ত বসে সিদ্ধান্ত নেওয়া হবে কোন স্ক্রিপ্টে শুটিং শুরু করা যায়। শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারব।’
ছবিতে নায়িকা হিসেবে পরিচালকের প্রাথমিক পছন্দ মাহিয়া মাহি। তবে শাকিবের বিপরীতে নায়িকা বদলও হতে পারে। সে ক্ষেত্রে নতুন নায়িকার প্রাধান্য থাকবে। শাকিবের বিপরীতে মাহির অভিনয় প্রসঙ্গে খোকন বলেন, ‘মাহি পছন্দের তালিকায় আছে। তবে স্ক্রিপ্ট ফাইনাল হলে বলা যাবে এই ছবির জুটি কী হতে যাচ্ছে।’
বর্তমানে শাকিব খান ‘গলুই’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে মাহিয়া মাহি শেষ করেছেন ‘যাও পাখি বলো তারে’।