হোম > বিনোদন > সিনেমা

অবশেষে কারামুক্ত ইরানের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি

অবশেষে তেহরানের এভিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ইরানের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। পানাহির স্ত্রী তাহেরেহ সায়িদি ও তাঁর আইনজীবীদের বরাত দিয়ে  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। কারাগারে অনশনের দুই দিন পর গতকাল শুক্রবার পানাহি মুক্তি পান বলে খবরে বলা হয়।

পানাহির আইনজীবী সালেহ নিখবখত স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘পানাহি মুক্তি পাওয়ায় আমরা খুশি, তবে এটা ঠিক যে তাঁর মুক্তি তিন মাস আগেই হওয়া উচিত ছিল।’

পানাহির মুক্তির পর তাঁর স্ত্রী তাহেরেহ সায়েদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে জাফর পানাহিকে কারাগারের বাইরে ভক্তদের আলিঙ্গন করতে ও গাড়ি চালাতে দেখা যায়।

গত জুলাইয়ে পানাহি গ্রেপ্তার হওয়ার আগে মোস্তাফা আল-আহমেদ এবং মুহম্মদ রাসুলফ নামে আরও দুই চলচ্চিত্র নির্মাতা গ্রেপ্তার হয়েছিলেন। তাঁদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতেই কারাগারে গিয়েছিলেন পানাহি। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করার অভিযোগে সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

ইরানের সর্বোচ্চ আদালত গত অক্টোবরে তাঁকে মুক্তির আদেশ দিয়েছিলেন। এর পরও তাঁকে আটকে রাখা হয়েছিল। তখন তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, ইরানি নিরাপত্তা বাহিনী তাঁকে কারাগারে রাখতে বিচার বিভাগকে বাধ্য করছে।

ইরানের নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অন্যতম অগ্রনায়ক নির্মাতা জাফর পানাহি। কট্টর ইসলামিক সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহিকে এর আগেও দুবার গ্রেপ্তার করা হয়েছিল। সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তাঁর দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।

৬২ বছর বয়সী জাফর পানাহি ‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘দিস ইজ নট এ ফিল্ম’, ‘ট্যাক্সি’ এবং গত বছরের ‘নো বিয়ারস’-এর মতো অসংখ্য ছবি নির্মাণ করেছেন। ২০০০ সালে ‘দ্য সার্কেল’ সিনেমার জন্য ‘গোল্ডেন লায়ন’ ও ২০০৩ সালে ‘ক্রিমসন গোল্ড’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে পুরস্কার পান তিনি। গত বছর তাঁর চলচ্চিত্র ‘নো বিয়ারস’-এর জন্য ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন পানাহি।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা