হোম > বিনোদন > সিনেমা

দর্শনা নয়, পূজা হচ্ছেন ‘লিপস্টিক’-এর নায়িকা

গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’

নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।

সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’ 

লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। 

এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল। 

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন