হোম > বিনোদন > সিনেমা

যুদ্ধজীবনের স্মৃতি নিয়ে তথ্যচিত্র ‘রণ-কথা’

যুদ্ধজীবনের স্মৃতি নিয়ে চাঁদপুর জেলার কচুয়া থানার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠানের তথ্যচিত্র প্রদর্শিত হবে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি হলে ‘রণ-কথা’ শিরোনামের তথ্যচিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠানের একমাত্র ছেলে রকিবুল হাসান জেমস, পরিচালনা করেছেন অভিনেতা শোয়াব মনির।

প্রিমিয়ারে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠানের পরিবারের সদস্য, চাঁদপুর ও নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, কবি, সাহিত্যিক এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ সব রাজনৈতিক, সামাজিক শ্রেণিপেশার মানুষ।

উন্মেষ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল হাসান জেমস জানান, তাঁর বাবাকে নিয়ে নির্মিত তথ্যচিত্রর মূল উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলি দলিল হিসেবে সংরক্ষণ করা। ইতিমধ্যে চাঁদপুর জেলার কচুয়া থানার বীর মুক্তিযোদ্ধাদের ঘটনা সংরক্ষণের কাজ শুরু হয়েছে। তার মতে, এর মাধ্যমে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের ঘটনা সংরক্ষণসহ পরবর্তী প্রজন্মদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা যাবে। বিজয়ের মাসে তাই এই তথ্যচিত্রের প্রথম প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে।

শিল্পকলা একাডেমি হলে ‘রণ-কথা’ শিরোনামের তথ্যচিত্রটির একটি প্রদর্শনী হবে এবং প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক