হোম > বিনোদন > সিনেমা

পুরস্কারের জন্য সেই শিশুশিল্পীকে খুঁজে পেয়েছেন পরিচালক

মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’র প্রধান চরিত্র ‘মইন্না’র ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছে শিশুশিল্পী লিয়ন আহমেদ। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। কিন্তু এসবের কিছুই হয়তো জানা হয়নি লিয়নের। গত সোমবার রাতে নির্মাতা জানান, শুটিং শেষ হওয়ার পর থেকেই লিয়নের কোনো খোঁজ নেই। সম্প্রতি একটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে লিয়ন। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে নির্মাতা ফেসবুকে পোস্ট দেন।

লিয়নের ব্যবহৃত নম্বরটি বন্ধ ছিল। তত দিনে টঙ্গীর বাড়িও বদলে ফেলেছিল লিয়নের পরিবার। মাঝখানে চার বছর আর কোনো খোঁজ ছিল না লিয়নের। বাকি শিল্পীদের পাওয়া গেলেও লিয়নের দেখা নেই। নানাভাবে চেষ্টা করেও লিয়নের সন্ধান পাননি পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।

খোঁজাখুঁজির মধ্যে গতকাল বুধবার লিয়নের খোঁজ মিলেছে; নিজেই সিনেমাটির সহকারী পরিচালক যুবরাজ শামীমের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে নিজের খোঁজ জানিয়েছেন লিয়ন। এখন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছেন। আর আজ বৃহস্পতিবার লিয়নের সঙ্গে দেখা করেছেন নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

মোহাম্মদ নূরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এই চার বছরে লিয়ন বিভিন্ন এলাকায় ছিল। এখন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছে সে। আজ একটু আগেই বোর্ডবাজারে গিয়ে লিয়নের সঙ্গে দেখা করেছি।’

লিয়নকে নিয়ে নির্মাতার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘লিয়ন আর অভিনয় করবে কি না, তা জানি না। তবে আমরা ওর পাশে আছি। ওর যেকোনো কাজে আমাদের সাপোর্ট থাকবে। তার জন্য ভালো কিছু করার চেষ্টা করব আমরা।’

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’