এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’ এ বছরের অন্যতম আলোচিত সিনেমা। শাকিব খানের ক্যারিয়ারেও উল্লেখযোগ্য হয়ে থাকবে ছবিটি— এটি শুধু দর্শক নয়, বিশ্বাস করেন শাকিব খানও। তাই তো একটানা শিডিউল দিয়ে গলুই ছবির কাজ শেষ করেছেন শাকিব।
তিনি এখন যুক্তরাষ্ট্রে। গলুইয়ের শুটিং শেষ করে নিউইয়র্কে গিয়েছিলেন গত ১২ নভেম্বর, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে। প্রায় এক মাস নিউইয়র্কে তিনি। সহসা ফিরবেন, এমন সম্ভাবনাও নেই।
নির্মাতা জানিয়েছেন, আর দু-একদিনের মধ্যেই শাকিব খানের ডাবিং শেষ হয়ে যাবে। কাজ শেষ করে ১৫ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে অলীকের। আগামী জানুয়ারিতে তিনি শুরু করবেন নতুন ছবি ‘যোদ্ধা’র শুটিং।
গলুই ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। সম্ভব না হলে আগামী বছরের কোনো বড় উৎসবে দেখা যাবে গলুই।