হোম > বিনোদন > বলিউড

অস্কার তো পেলেন, কিন্তু মাতৃত্বের স্বাদ আর পেলেন না মিশেল

অস্কারের ৯৫ তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। প্রথম কোনো এশীয় নারী হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন তিনি। মজার ব্যাপার হলো—এই মিশেল ইয়ো ক্যারিয়ারের উত্থানকালেই সব ছেড়েছুড়ে বিয়ে করে সংসারী হয়েছিলেন। একজন আদর্শ মা হতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। এক দীর্ঘ নৈরাশ্যের সময় পেরিয়ে আবার ফিরেছেন অভিনয়ে। গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের নারী বিষয়ক ম্যাগাজিন বাসলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেসব কথা বলেছেন মিশেল ইয়ো।

 ১৯৯০ সালে মিশেল ইয়োর জীবন ছিল বেশ আলাদা। ১৯৮৩ সালে ২৮ বছর বয়সী ইয়ো মিস মালয়েশিয়া হন। এরপর অভিনয় জীবন শুরু। ‘মিশেল খান’ ছদ্মনামে ‘ইয়েস, ম্যাডাম’ এবং ‘ম্যাগনিফিসেন্ট ওয়ারিয়র্স’–এর মতো অ্যাকশন সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান।

ইয়োর ভাষায়, এটা এমন একটা পেশা যার জন্য ভেতরের অন্য মানুষটি খুন হয়ে যাচ্ছিল। তিনি এ জগৎ থেকে দূরে সরতে চেয়েছিলেন। তিনি অন্য একটা জীবন খুঁজছিলেন। ইয়ো বলেন, ‘মা হওয়ার ধারণাটি আমি পছন্দ করতাম।’ স্বাধীন হওয়া বা একটি সমৃদ্ধ কর্মজীবনের পরিবর্তে ‘একজন ভালো মানুষ’ হওয়ার গুরুত্ব তাঁর কাছে ছিল অগ্রাধিকার। ওই সময় ঘরকন্যা এবং রুপালি পর্দা থেকে নজর সরিয়ে রাখার জীবন নিয়েই খুশি ছিলেন।

১৯৮৮ সালে হংকংয়ের ধনকুবের ডিকসন পুনেকে বিয়ে করেন মিশেল ইয়ো। এরপর সংসারের প্রতি মনোযোগ দিতে অভিনয় থেকে বিরতি নেন। মিশেল জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার পেছনে ডিকসন কিংবা তাঁর পরিবারের কোনো দায় ছিল না। কিন্তু ১৯৯২ সালে মাত্র চার বছরের সংসার জীবনের ইতি টানতে বাধ্য হন।

এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে মিশেল ইয়ো বলেন, ‘ব্যাপারটা খোলাসা হয়ে গেল যে, আমি অক্ষম (সন্তান ধারণে)। আমি যদি নিজের কাছে সৎ থাকি (তাহলে বলতেই হয়), আমি আসলে আমাদের জন্য আগামী ১০টা বছর তিক্ততায় ভরিয়ে তুলতে চাইনি। কারণ এশীয় পরিবারগুলোর একটা অংশ এবং ঐতিহ্য হলো, মানুষ ছেলে এবং মেয়ে সন্তান চায়। এবং যখন আপনি বুঝতে পারেন (যে আপনি সন্তান ধারণে অক্ষম), তখন আপনাকে ব্যাপারটা সামলে নিতে হয়। আপনার দিকে ধেয়ে আসা বিরূপ পরিস্থিতিগুলো আপনাকেই সামলাতে হবে।’

বিচ্ছেদের পর ওই বছরই অভিনয়ে ফেরেন ইয়ো। জ্যাকি চ্যানের সঙ্গে ‘সুপারকপ’ সিনেমায় অসাধারণ অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

দীর্ঘদিন একা থাকার পর ২০০৪ সালে সাংহাইতে একটি টুর্নামেন্টে ‘ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ল’ অটোমোবাইল’–এর সাবেক সভাপতি জিন টডটের সঙ্গে তাঁর পরিচয় হয়। টাউন অ্যান্ড কান্ট্রি ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে তাঁরা এর এক বছর পর বাগদান সম্পন্ন করেন। এখনো একসঙ্গে আছেন। তবে মিশেলের কোনো সন্তান হয়নি।

সন্তান না হওয়ার বিষয়ে ইউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারের ইয়ো বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমি পারিনি। আমি আইভিএফ (টেস্টটিউব বেবি) পর্যন্ত চেষ্টা করেছি। আসলে আমি সন্তানের জন্য মরিয়া ছিলাম।’

অভিনেত্রী মিশেল ইয়ো অস্কারের ৯৫ তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এ সম্মাননা পান তিনি। চলচ্চিত্রটি মূলত অ্যাডভেঞ্চারধর্মী। ছবিটির গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সে নিজের বিভিন্ন সংস্করণ তালাশ করে বেড়ান। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫ তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬ টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো