হোম > বিনোদন > বলিউড

নতুন বছরে অজয়ের ‘সিংহাম অ্যাগেইন’, ১১তম ব্লকবাস্টারের অপেক্ষায় নায়ক

সিংহাম সিরিজের পরবর্তী সিকুয়েলের আনুষ্ঠানিক ঘোষণা এসেই গেল। বলিউড অভিনেতা অজয় দেবগন আজ সোমবার টুইটারে পরিচালক রোহিত শেঠির সঙ্গে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, চিত্রনাট্য পড়েছেন তিনি। দুর্দান্ত একটি কাজ হতে যাচ্ছে বলে তাঁর আশা।

আজ বিকেলে টুইটে অজয় লেখেন, ‘রোহিত শেঠির সিংহামের সঙ্গে নতুন বছর শুরু হচ্ছে। চিত্রনাট্য যা শুনলাম, আগুন! ঈশ্বরের ইচ্ছায় আশা করি, এটা আমাদের ১১তম ব্লকবাস্টার হবে।’ 

এর আগে জানা গিয়েছিল, সিংহাম সিরিজের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ টুইটারের বরাত দিয়ে এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছিল। ছবিতে অজয় দেবগনের বিপরীতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন অজয় দেবগন ও দীপিকা। এই সিকুয়েলের নাম হতে পারে ‘সিংহাম অ্যাগেইন’।

বলিউডের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ সিংহাম। পরিচালক রোহিত শেঠি ২০১১ থেকে এই সিরিজ নির্মাণ করে আসছেন। 

২০১১ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পায়। সেখানে অভিনয় করেছিলেন অজয় দেবগন ও কাজল আগারওয়াল। এর পরবর্তীটি ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’ অজয় দেবগনের সঙ্গে নায়িকা ছিলেন কারিনা কাপুর। ২০১৮ সালে মুক্তি এই সিরিজের তৃতীয় সিনেমা ‘সিম্বা’। এতে পুলিশের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রণবীর সিং, নায়িকা চরিত্রে ছিলেন সারা আলী খান। 

সিরিজের সবশেষ সিনেমাটি ছিল ২০২১ সালের ‘সূর্যবংশী’। যেখানে মূল চরিত্রে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। তবে শেষ দৃশ্যে চমক হিসেবে হাজির হন রণবীর ও অজয়।

মাধুরীর কাছে ক্যারিয়ারের চেয়ে পরিবার বেশি জরুরি

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র