হোম > বিনোদন > বলিউড

২৭ বছরের ছোট নায়িকার বিপরীতে নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক, ঢাকা

কঙ্গনা রানাওয়াত প্রযোজিত প্রথম সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে অভিনীত কউরকে। তবে নওয়াজ ও অভিনীতের মধ্যে বয়সের পার্থক্য ২৭ বছর। অভিনীতের বয়স ২০, নওয়াজের বয়স ৪৭।

এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান যে, অনেকেই তাঁকে ৪৭ বছর বয়স্ক নওয়াজউদ্দিনের বিপরীতে অভিনীতকে নায়িকা হিসেবে নিতে নিষেধ করেছিলেন। অভিনীতের বয়স মাত্র ২০ বছর। তবে শোনেননি কঙ্গনা। তাঁর মনে হয়েছিল, ছবির গল্পের প্রয়োজনে তাঁরা একেবারে যথাযথ।

এই প্রসঙ্গে ‘তনু ওয়েডস মনু’ এবং ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবির কথা তুলে ধরলেন কঙ্গনা। সে ছবিতে জুটি বেঁধেছিলেন মাধবন এবং কঙ্গনা। কঙ্গনার দাবি, ওই দুই ছবি শুধু সুপারহিট করেনি, বরং দর্শকরাও দারুণ পছন্দ করেছিলেন মাধবন-কঙ্গনার জুটিকে। কঙ্গনার মতে, তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ছিল তবে তা কখনো সিনেমার জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি। তিনি বলেন,‘আমার তো দারুণ লেগেছে নওয়াজ স্যার এবং অভিনীতের জুটি। মনে তো হয় এই জুটি হিট হবে। তবে আমার চাওয়ায় তো কিছু হয় না। বাকিটা দর্শকের হাতে।’

‘টিকু ওয়েডস শেরু’ প্রেমের গল্প হলেও তা স্যাটায়ারধর্মী। কঙ্গনার প্রডাকশন হাউজ ‘মণিকর্ণিকা ফিল্মস’ রয়েছে এই ছবি প্রযোজনার দায়িত্বে। বড়পর্দায় মুক্তি পাওয়ার কিছুদিন পর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে স্ট্রিমিং শুরু হবে এই সিনেমার।

কঙ্গনার হাতে এইমুহূর্তে রয়েছে ‘মণিকর্ণিকা: রিটার্নস দ্য লেজেন্ড অফ দিদ্দা’, ‘ইমার্জেন্সি’, ‘তেজস’ এবং ‘দ্য ইনকারনেশন: সিতা’ এর মতো একগুচ্ছ সিনেমা। মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধকড়’।

বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো