বাবা-মা হতে যাচ্ছেন বলিউডের আলি ফজল ও রিচা চাড্ডা জুটি। আজ শুক্রবার দুজনেই তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির খবরটি দিয়েছেন। নতুন অতিথির সংবাদ অভিনব উপায়ে জানিয়েছেন এই তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে দেওয়া প্রথম পোস্টে ফজল-রিচা লিখেছেন ১ + ১ = ৩। আর দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে তাঁরা একে অন্যের চোখে ডুবে রয়েছেন। ছবির নিচে একটি গর্ভবতী হওয়ার ইমোজিও দেওয়া আছে।
পোস্টটির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘একটা ক্ষুদ্রতম হৃৎস্পন্দন, এখন আমাদের দুনিয়ার সবচেয়ে প্রবল শব্দ।’ তাঁদের এই পোস্টের মন্তব্যে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শ্বেতা বসু প্রসাদ, সায়ামি খের, শ্রিয়া পিলগাওকর, ম্রুনাল ঠাকুর, কৃতি খরবান্দা, এলনাজ নুরানিসহ অনেক বলিউড তারকারা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ‘ফুকরে’ সিনেমার শুটিংয়ে তাঁদের প্রথম কথা হয় হয়। সেখান থেকে প্রেমের সূত্রপাত। এরপর ২০২২ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিনয় ছাড়াও রিচা ও আলি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তাঁদের প্রযোজিত ‘গার্লস উইল বি গার্লস’ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারের সঙ্গে প্রশংসিত হয়েছে।