করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।
আজ রোববার ইনস্টাগ্রামে তিনি করোনা পজিটিভ হওয়ার কথা জানান।
যাঁরা বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন অক্ষয় কুমার।
জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরাত বারুচার সঙ্গে ‘রামসেতু’র শুটিং করছিলেন তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিনে বেশ কয়েকজন বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শচিন টেন্ডুলকার।