মুক্তির দিন থেকেই বেশ ভালো ব্যবসা করছে রহস্য-রোমাঞ্চে ভরপুর বলিউডের ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়াল ‘ভুলভুলাইয়া টু’। মুক্তির মাত্র আট দিনেই বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে এই সিনেমা।
অনীস বাজমী পরিচালিত এই হরর কমেডি দর্শক মনে জায়গা করে নিতে সফল হয়েছে। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে কার্তিক-কিয়ারা অভিনীত ছবিটি। এ ছাড়া টাবু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।
আন্তর্জাতিক বাজারেও ভালো সংগ্রহ কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া টু’। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে ভালো করছে সিনেমাটি।
এই সম্পর্কিত আরও পড়ুন: