হোম > শিক্ষা

শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের অপসারণ দাবিতে অনশনরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।

অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা হলেন—ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল, ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আরাফাত সাদ, আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেসান অর্ক মারান্ডি এবং রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল। 

কর্মসূচিতে নেতৃত্বে থাকা ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীরা গত তিন দিন ধরে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন করছেন। এই ভিসি হচ্ছেন সেই ভিসি, যিনি ক্যাম্পাসে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন, একই সঙ্গে ছাত্রলীগ দিয়ে হামলা করেছেন। এমনকি সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছেন। এভাবে হামলা আমাদের দেশের ইতিহাসে কমই হয়েছে। একাত্তরের আগে পাকিস্তানি শাসকেরা এবং আশির দশকে স্বৈরাচারী এরশাদ এটা করত। বর্তমান সরকারের সময়ে আমরা এটি দেখলাম। তাই শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজুতে অবস্থান করছি। আমরা দুপুর পর্যন্ত অবস্থান করব।’

দাবি মেনে না নেওয়া পর্যন্ত নানাবিধ কর্মসূচি চালিয়ে যাবেন উল্লেখ করে সাদ আরও বলেন, ‘আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

আরও পড়ুন:

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা