হোম > অর্থনীতি > শেয়ারবাজার

সামান্য উত্থান পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক দিনের ছুটি শেষে গতকাল বুধবার দেশের পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কয়টি মূল্যসূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগে গত সপ্তাহের শেষ চার কার্যদিবসে টানা ঊর্ধ্বমুখী থাকে পুঁজিবাজার। মূল্যসূচক বাড়ার পাশাপাশি বাড়ে লেনদেনের গতি। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস দরপতন হয়। যদিও দ্বিতীয় কার্যদিবসে এসে আবার ঊর্ধ্বমুখী ভাব দেখা যায়। পরদিন মঙ্গলবার দুর্গাপূজা উপলক্ষে লেনদেন বন্ধ ছিল। গতকাল বুধবার লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। এতে শুরুর দিকে ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়।

এরপর দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ৬৮টির এবং ১৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪০ কোটি ১০ লাখ টাকা।

পুঁজিবাজারে বিনিয়োগে হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি, শেয়ার কেনা শুরু

কমোডিটি মার্কেটের উন্নয়নে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

বাজার মূলধন কমল প্রায় ৬ হাজার কোটি টাকা

এসিআইয়ের ৫ লাখ শেয়ার কিনবেন চেয়ারম্যান আনিস-উদ-দৌলা

কোম্পানি লোকসানে, তবু শেয়ারের লেনদেন

এক টাকার নিচের শেয়ার লেনদেনে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডের অনিয়মে ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯ কোটি ২১ লাখ টাকা জরিমানা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

থাকছে না ৫৬৯০ কোটির বাজার

উৎকণ্ঠায় শেয়ারে বিনিয়োগকারীরা