হোম > অর্থনীতি

জ্বালানি তেলের দামে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কোথায়?

হঠাৎ করে দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আগের মূল্যের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে নতুন মূল্য কার্যকর করা হয়েছে। ঘোষণা অনুসারে, শুক্রবার রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা কার্যকর হয়েছে।

 বৈশ্বিক রাজনীতিতে অস্থিতিশীলতার প্রভাবে জ্বালানি তেলের বাজারেও শুরু হয়েছে অস্থিরতা। সেই ঢেউ লেগেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর। 

পেট্রল, অকটেন, ডিজেল ও প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক পরিসংখ্যান প্রদর্শনকারী ওয়েবসাইট গ্লোবালপেট্রলপ্রাইস ডটকমের তথ্যানুসারে, অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশি মুদ্রায় জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি। সবচেয়ে কম মালদ্বীপে। 

দেখা গেছে, বাংলাদেশি মুদ্রার বাইরে নিজ নিজ দেশীয় মুদ্রায় শ্রীলঙ্কায় এক লিটার অকটেনের দাম ৫৪০ শ্রীলঙ্কান রুপি, পাকিস্তানে ২৩০ পাকিস্তানি রুপি, আফগানিস্তানে ৮৮ আফগানি, ভারতে ১০৮ ভারতীয় রুপি, নেপালে ১৮১ নেপালি রুপি, ভুটানে ১২০ দশমিক ৬৮ ভারতীয় রুপি এবং মালদ্বীপে ১ লিটার অকটেন কিনতে খরচ হচ্ছে ১৬ দশমিক ৭৭ রুপিয়া।

একইভাবে, শ্রীলঙ্কায় এক লিটার ডিজেলের দাম ৪৩০ শ্রীলঙ্কান রুপি, পাকিস্তানে ২৩৬ পাকিস্তানি রুপি, আফগানিস্তানে ১১৮ আফগানি, ভারতে ৯৩ দশমিক ৪৭৫ ভারতীয় রুপি, নেপালে ১৭২ নেপালি রুপি, ভুটানে ১০০ দশমিক ৫২ ভারতীয় রুপি এবং মালদ্বীপে ১৬ দশমিক ৫৫ রুপিয়া। 

অবশ্য এর মধ্যে ডলারের বিপরীতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের মুদ্রার মান বাংলাদেশের বেশ নিচে।

গত ১ আগস্ট পর্যন্ত হালনাগাদ তথ্যে এ চিত্র দিয়েছে গ্লোবালপেট্রলপ্রাইস ডটকম।


তথ্যসূত্র: গ্লোবালপেট্রলপ্রাইস ডটকম ও এক্সই ডটকম

বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে বিশ্বে বর্তমানে সবচেয়ে কম খরচে অকটেন পাওয়া যাবে ভেনেজুয়েলায়। দেশটিতে বাংলাদেশি মুদ্রায় ২ দশমিক ১০৩ টাকায় এক লিটার অকটেন পাওয়া যাবে। অপরদিকে বাংলাদেশি মুদ্রায় সবচেয়ে বেশি দামে অকটেন কিনতে হবে হংকংয়ে। সেখানে এক লিটার অকটেন কিনতে গেলে আপনাকে পরিশোধ করতে হবে ২৮২ দশমিক ২৫১ টাকা।

অপরদিকে, বাংলাদেশি মুদ্রায় সবচেয়ে কম খরচে ডিজেল কিনতে পাওয়া যাবে ইরানে। দেশটিতে আপনি ১ দশমিক ০১২ টাকা দিয়েই কিনতে পারবেন এক লিটার অকটেন এবং ডিজেল কিনতে গেলে বাংলাদেশি টাকায় সবচেয়ে বেশি খরচ করতে হবে হংকংয়ে। সেখানে এক লিটার ডিজেলের কিনতে আপনাকে পরিশোধ করতে হবে ২৬০ দশমিক ৬৫১ টকা।

ভেনেজুয়েলা এবং ইরান একই সঙ্গে বিশ্ববাজারে তেলের অন্যতম সরবরাহকারী।

জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

২০২৪-২৫ অর্থবছরে বিমানের নিট মুনাফা ৭৮৫ কোটি টাকা

দেশীয় ভ্রমণে শীর্ষে কক্সবাজার, বিদেশে মালয়েশিয়া

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক