হোম > অর্থনীতি

ডলার ছেড়ে সোনার রিজার্ভ গড়ছে ব্যাংক

সোনা কেনার ক্ষেত্রে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো গত বছর রেকর্ড গড়েছে। ব্যাংকগুলোর সোনা কেনার এ প্রবণতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে ধারণা করছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান ইউবিএস। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো ১ হাজার ৭৮  টন সোনা কিনেছে। এটি ১৯৫০ সালের পর সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০২১ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৪৫০ মেট্রিক টন সোনা কিনেছিল। 

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দেখা গেছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো ৭০০ টন সোনা কিনেছে। ইউবিএস বলেছে, পরিমাণটি ২০২২ সালের তুলনায় কম। তবে তা ২০১০ সালের পর থেকে গড়ে ৫০০ মেট্রিক টনের চেয়ে বেশি। 

ইউবিএস আরও বলেছে, ‘ভূ-রাজনৈতিক ঝুঁকি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার এ প্রবণতা অব্যাহত থাকবে বলে আমাদের ধারণা। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর পড়বে বলে আমরা মনে করি।’

বছরের পর বছর ধরে মার্কিন ডলারই ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের ভিত্তি। তবে সম্প্রতি সোনা কেনার ক্ষেত্রে সেই ব্যাংকগুলোই শীর্ষে রয়েছে, যারা বৈশ্বিক লেনদেনে ডলারের আধিপত্য খর্ব করতে আগ্রহী। 

ইউবিএস ধারণা করছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার ঊর্ধ্ব চাহিদার কারণে এ বছরের শেষের দিকে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১০০ ডলার এবং ২০২৪ সালের মার্চের মধ্যে ২ হাজার ২০০ ডলারে গিয়ে ঠেকবে। গত সপ্তাহে সোনার দাম ২ হাজার ডলারের নিচে নেমে গেলেও এ বছরে এখন পর্যন্ত সোনার দাম ৪ শতাংশ বেড়েছে। 

ইউবিএস তাদের প্রতিবেদনে বলেছে, সোনা রিজার্ভের প্রবণতা দিন দিন বাড়ছে। অন্যদিকে ডলারের চাহিদা কমছে। আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে ডলার আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ডলারের বিপরীতে সোনার চাহিদা বাড়ার আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের মন্দা ঝুঁকি। বিশ্লেষকেরা বলছেন, কঠোর ক্রেডিট শর্তের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও করপোরেট আয় আরও কমবে। 

এ ছাড়া ঋণের সর্বোচ্চ সীমা নিয়ে বর্তমানে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যা সোনা রিজার্ভের প্রবণতাকে উৎসাহিত করছে। তবে বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, ঋণের সর্বোচ্চ সীমা বাড়ালেও যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়ার আশঙ্কা নেই। তারপরও এ বছর কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা রিজার্ভের রেকর্ড নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

রিজার্ভ সম্পর্কিত আরও পড়ুন:

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা