হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে শ্রেণিকক্ষে হৃদরোগে আক্রান্ত শিক্ষক, হাসপাতালে মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মনসুর আলম। প্রতিদিন হেঁটেই আসতেন কলেজে। কিন্তু গতকাল রোববার দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। 

পরে তাঁকে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন রাতে শেষবারের মতো চিরচেনা ক্যাম্পাসে ফেরেন মনসুর আলম। কিন্তু লাশ হয়ে। 

জানা যায়, প্রতিদিন মনসুর আলম সকালে স্কুল ও কলেজে ক্লাস নিতেন। রোববার ক্লাস চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

খবরটি ছড়িয়ে পরলে নবীগঞ্জ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। রোববার রাত ৮টায় শিক্ষক মনসুর আলমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে নিয়ে আসলে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁকে শেষ বারের মতো দেখতে ভিড় জমান। পরে রাত সাড়ে ৮টায় বিদ্যালয় মাঠেই তাঁর জানাজার নামাজ হয়। 

জানাজার নামাজের পূর্বে বক্তব্য দেন আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মো. দিলাওর হোসেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী সুহুল আমিন, আবদুল হামিদ নিকছন, ইসলাম শিক্ষক জিয়াউর রহমান মির, শিক্ষক কায়ছার হামিদসহ আরও অনেকেই। 

নামাজে অনুষ্ঠিত নামাজে অংশ নেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান সেফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মুর্শেদ আহমদে, পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্ট শাহ মুস্তাকিম আলী প্রিন্স, সাবেক ডাইরেক্ট শফিকুল আলম হেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম. এ আহমদ আজাদ, নির্বাহী সদস্য মুরাদ আহমদ, হাজী ফুল মিয়া, আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, দীঘলবাক স্কুলের প্রধান শিক্ষক আবু সালেহ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

জানাজার নামাজে ইমামতি করেন অত্র প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক জিয়াউর রহমান মীর। নামাজ শেষে শিক্ষকের রুহের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন অত্র প্রতিষ্ঠান জামে মসজিদের ঈমাম জিয়াউর রহমান। 

জানাজা শেষে শিক্ষক মনসুর আলমের জন্মস্থান ময়মনসিংহে লাশবাহী গাড়ি নিয়ে রওনা হন। সেখানে পরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

উল্লেখ যে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের মৃত আবদুল মজিদ এর পুত্র এ. বি. এম মনসুর আলম। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বিগত ৩ নভেম্বর ১৯৯০ সালে ঘোলডুবা এম. সি উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পরে ১ ফেব্রুয়ারি ২০০০ সালে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট