হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে ইউপি সদস্য পদে দুই ভাইয়ের লড়াই

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে লড়ছেন রাকিবুল হোসেন সান্টু ও মোবারক হোসেন পিন্টু নামের দুই আপন চাচাতো ভাই। উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন তাঁরা। নির্বাচনে মোবারক হোসেন পিন্টু পেয়েছেন মোরগ প্রতীক। অন্যদিকে তালা প্রতীক পেয়েছেন রাকিবুল হোসেন সান্টু।

খোঁজ নিয়ে জানা গেছে, সান্টু নুরপুর গ্রামের সাবেক ফুটবলার মরহুম মোক্তার হোসেনের পুত্র ও জাতীয় ক্রিকেট টিমের সদস্য নাজমুল হোসেনের ভাই। পিন্টু সাবেক ফুটবলার আক্তার হোসেনের পুত্র। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একই পরিবার থেকে একই পদে দুজন সদস্য পদে লড়ছেন। এতে বিপাকে পড়েছেন পরিবারের সদস্য, স্বজনসহ প্রতিবেশীরা। 

এ নিয়ে জানতে চাইলে রাকিবুল হোসেন সান্টু বলেন, ‘আমি নির্বাচন করার জন্য পাঁচ বছর আগ থেকে জনগণের পাশে আছি। পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আমার নির্বাচন আমি করছি। পিন্টুর নির্বাচন পিন্টু করছে। তবে জয়ের ব্যাপারে আমি শত ভাগ আশাবাদী।’ 

অন্যদিকে মোবারক হোসেন পিন্টু বলেন, ‘গত নির্বাচনেও আমি নির্বাচন করতে চেয়েছিলাম। পারিবারিকভাবে কোনো আশ্বাস না পাওয়ায় নির্বাচন করিনি। তবে জনগণের পাশে ছিলাম। এবার পারিবারিক সিদ্ধান্তেই নির্বাচনে নেমেছি। জয় আমারই হবে।’ 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হবে। নুরপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ২৫২।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ