হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে ইউপি সদস্য পদে দুই ভাইয়ের লড়াই

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে লড়ছেন রাকিবুল হোসেন সান্টু ও মোবারক হোসেন পিন্টু নামের দুই আপন চাচাতো ভাই। উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন তাঁরা। নির্বাচনে মোবারক হোসেন পিন্টু পেয়েছেন মোরগ প্রতীক। অন্যদিকে তালা প্রতীক পেয়েছেন রাকিবুল হোসেন সান্টু।

খোঁজ নিয়ে জানা গেছে, সান্টু নুরপুর গ্রামের সাবেক ফুটবলার মরহুম মোক্তার হোসেনের পুত্র ও জাতীয় ক্রিকেট টিমের সদস্য নাজমুল হোসেনের ভাই। পিন্টু সাবেক ফুটবলার আক্তার হোসেনের পুত্র। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একই পরিবার থেকে একই পদে দুজন সদস্য পদে লড়ছেন। এতে বিপাকে পড়েছেন পরিবারের সদস্য, স্বজনসহ প্রতিবেশীরা। 

এ নিয়ে জানতে চাইলে রাকিবুল হোসেন সান্টু বলেন, ‘আমি নির্বাচন করার জন্য পাঁচ বছর আগ থেকে জনগণের পাশে আছি। পারিবারিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আমার নির্বাচন আমি করছি। পিন্টুর নির্বাচন পিন্টু করছে। তবে জয়ের ব্যাপারে আমি শত ভাগ আশাবাদী।’ 

অন্যদিকে মোবারক হোসেন পিন্টু বলেন, ‘গত নির্বাচনেও আমি নির্বাচন করতে চেয়েছিলাম। পারিবারিকভাবে কোনো আশ্বাস না পাওয়ায় নির্বাচন করিনি। তবে জনগণের পাশে ছিলাম। এবার পারিবারিক সিদ্ধান্তেই নির্বাচনে নেমেছি। জয় আমারই হবে।’ 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হবে। নুরপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ২৫২।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত