হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
ডা. মুখলেছুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৩ দশমিক ১ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ২৫ জন, চুনারুঘাটের চারজন, লাখাইয়ের দুজন, নবীগঞ্জের পাঁচজন, মাধবপুরের পাঁচজন, বানিয়াচংয়ের ছয়জন ও বাহুবলের চারজন।
মোটা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৮ জন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।