হোম > সারা দেশ > সিলেট

তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন, বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন। ছবি: আজকের পত্রিকা

বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে সিলেটের তামাবিল স্থলবন্দর ও এর আশপাশের এলাকা। আজ শনিবার তামাবিল স্থলবন্দরে ভারত থেকে আসা মিথানলের একটি ট্যাংকলরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ট্যাংকলরির চালক সারভান জানান, গাড়ির ভেতরে ওয়্যারিং শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাকিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে ভারতীয় ট্যাংকলরি (NLO-LA-H 9493) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিস এবং ভারতের স্থলবন্দরের আরেকটি অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভারতীয় ট্যাংকারটি সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানতে চাইলে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক আমিনুল হক বলেন, ‘গত ৫ নভেম্বর বাংলাদেশের মিথানল আমদানিকারক প্রতিষ্ঠান সামুদা স্প্রেক কেমিক্যাল লিমিটেডের নামে ৭টি গাড়ি তামাবিল স্থলবন্দরে প্রবেশ করে। পরে ল্যাবরেটরি পরীক্ষা শেষে আজ (শনিবার) বাংলাদেশের ট্যাংকলরিতে কেমিক্যালগুলো স্থানান্তর করা হয়।’

সিলেট তামাবিল স্থলবন্দরে মিথানলের ট্যাংকারে আগুন। ছবি: আজকের পত্রিকা

এদিকে মিথানলের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ও স্থলবন্দরে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ব্যবসায়ী ও স্থলবন্দরের শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম