হোম > সারা দেশ > হবিগঞ্জ

১০ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি জাহিরের বাড়িতে দুদকের নোটিশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের সাবেক এমপি জাহিরের বাড়ির দেয়ালে দুদকের নোটিশ। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার পরিবারের ছয়জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়।

তাঁরা হলেন–সাবেক এমপি মো. আবু জাহির, তাঁর স্ত্রী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া আক্তার, মেয়ে আরিফা আক্তার মুক্তি, ছেলে ইফাত জামিল, ছোট ভাই মো. আল আমিন ও মো. বদরুল আলম।

নোটিশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ দুদকের হবিগঞ্জ কার্যালয়ে দাখিল করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে হবিগঞ্জের বিশেষ জজ আদালত আবু জাহির ও তাঁর পরিবারের নামে থাকা ১০ কোটির বেশি টাকার সম্পদ ক্রোকের আদেশ দেন। দুদকের অভিযোগ, তাঁদের নামে জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকার সম্পদের খোঁজ মিলেছে, যার মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে।

এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এরশাদ মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে থাকায় তাঁদের বাড়ির দেয়ালে নোটিশ টানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় অনুপস্থিত। হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় তাঁর বাসাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে এক সপ্তাহের মধ্যে বাসাটিতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি