হোম > সারা দেশ > হবিগঞ্জ

সমিতির হিসাব চাওয়ার জেরে ২ পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি   

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সংঘর্ষের দুই পক্ষের লোকজন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সমিতির তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাছান। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের একপর্যায়ে আমি আহত হই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির তহবিলের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা তহবিলের প্রায় কোটি টাকা রক্ষিত ছিল। ফান্ডের টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে তাগাদা দেন। কিন্তু প্রতিবারই তিনি হিসাব না দিয়ে গড়িমসি করতে থাকেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরও জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে নোয়াগড় মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়াসহ স্থানীয় কয়েকজন হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে আবারও গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা বাধে। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্য পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আজমিরীগঞ্জ থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট