হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
আগুনের তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি বলেন, আজ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য তিনি জানাতে পারেননি।