হোম > সারা দেশ > সিলেট

প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী, ৯ দিন পর আটক

প্রতিনিধি, বিশ্বনাথ (সিলেট) 

ফোনে পরিচয়। এরপর প্রেম। দীর্ঘদিন ধরে চলছিল তাঁদের যোগাযোগ। এরপর সন্তান সংসার ছেড়ে নতুন জনের সঙ্গে সংসার পাততে ঘর ছেড়ে বের হন। পালিয়ে যাওয়ার নয় দিনের মাথায় প্রেমিকসহ ধরে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের।

সূত্র জানায়, গত ১১ জুলাই ভোরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী দুই সন্তানের মা তানিয়া বেগম (২৮), তাঁর প্রেমিক এক সন্তানের জনক সোহেল রানার হাত ধরে ঘর ছাড়েন। হোটেল বয় সোহেল রানা (২৮) মানিকগঞ্জ জেলার সদর থানার খালিন্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় বিশ্বনাথ থানায় ‘স্ত্রী নিখোঁজের’ ডায়েরি করেন আমিনুর রহমান। জিডির তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার এসআই অলক দাস। তিনি বলেন, ১৯ জুলাই সন্ধ্যায় প্রেমিক সোহেল রানার বাড়ি থেকে দুজনকে আটক করি। উদ্ধার করা হয় প্রায় নয় ভরি স্বর্ণালংকার। পরদিন ২০ জুলাই ৫৪ ধারায় সিলেট আদালতে পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই নারী নিজের সিদ্ধান্তেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রেমিকসহ তাঁকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম