হোম > সারা দেশ > সিলেট

প্রেমিকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী, ৯ দিন পর আটক

প্রতিনিধি, বিশ্বনাথ (সিলেট) 

ফোনে পরিচয়। এরপর প্রেম। দীর্ঘদিন ধরে চলছিল তাঁদের যোগাযোগ। এরপর সন্তান সংসার ছেড়ে নতুন জনের সঙ্গে সংসার পাততে ঘর ছেড়ে বের হন। পালিয়ে যাওয়ার নয় দিনের মাথায় প্রেমিকসহ ধরে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের।

সূত্র জানায়, গত ১১ জুলাই ভোরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী দুই সন্তানের মা তানিয়া বেগম (২৮), তাঁর প্রেমিক এক সন্তানের জনক সোহেল রানার হাত ধরে ঘর ছাড়েন। হোটেল বয় সোহেল রানা (২৮) মানিকগঞ্জ জেলার সদর থানার খালিন্দা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় বিশ্বনাথ থানায় ‘স্ত্রী নিখোঁজের’ ডায়েরি করেন আমিনুর রহমান। জিডির তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার এসআই অলক দাস। তিনি বলেন, ১৯ জুলাই সন্ধ্যায় প্রেমিক সোহেল রানার বাড়ি থেকে দুজনকে আটক করি। উদ্ধার করা হয় প্রায় নয় ভরি স্বর্ণালংকার। পরদিন ২০ জুলাই ৫৪ ধারায় সিলেট আদালতে পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই নারী নিজের সিদ্ধান্তেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। প্রেমিকসহ তাঁকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান