প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের রশিদপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে রাম মনা (৪৫) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত রাম মনা স্থানীয় দারাগাও চা বাগানে কাজ করতেন।
জানা যায়, গতকাল সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনের নিচে পড়েন ওই শ্রমিক। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে রাত ৮টায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর মর্গে পাঠানো হয়েছে।