সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাকচাপায় মাসুদ খান (৩৩) নামের মোটরসাইকেলচালক এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অনন্ত গোলাম আলীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মাসুদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নোয়াগাঁও (খানবাড়ি) গ্রামের মৃত হিরণ খানের ছেলে।
নিহতের খালাতো ভাই মুজিবুর রহমান চৌধুরী বলেন, মাসুদ মোটরসাইকেল চালিয়ে বেতাউকা গ্রামে তাঁর খালার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাতিজা কামরুল ইসলাম বলেন, দুই মাসের মধ্যে তাঁর ইতালি যাওয়ার কথা ছিল। ট্রাকচাপায় তাঁর ইতালি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। তাঁর ছোট দুটি সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।