সিলেটে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরের মীরবক্সটুলার হাজি মো. কলিম মিয়ার ছেলে সাইফুর রহমান (৪৫), জেলা ছাত্রলীগের সদস্য ও নগরের আরামবাগের আব্দুল কাইয়ুমের ছেলে মো. মাহবুবুর রহমান (২১) ও জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার শমশ্বের আলীর ছেলে সোহেব আহমদ (৩০)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।