হোম > সারা দেশ > সিলেট

এইচএসসি পরীক্ষা: একই রোল নম্বরের প্রবেশপত্র নিয়ে হাজির দুই ছাত্রী, আটক একজন

সিলেট প্রতিনিধি

কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সিলেটে একই রোল নম্বরের প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসেছেন দুই ছাত্রী। আজ বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে একজনকে জাল হিসেবে শনাক্ত করা হয়।

কলেজ সূত্রে জানা গেছে, সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মদনমোহন কলেজের শিক্ষার্থীরা। আজ দায়িত্বরত শিক্ষকেরা যখন পরীক্ষার্থীদের প্রবেশপত্র স্ক্যান করতে যান, তখন দেখা যায়, একই রোলের দুই শিক্ষার্থী। পরে মোছা. তাহমিনা আক্তারের প্রবেশপত্র জাল বলে ধরা পড়লে তাঁকে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসা হয়।

তাহমিনা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি না দেওয়ায় তাঁর ভগ্নিপতি পরে এক দালালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেন। এখন পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারেন সেটি ভুয়া। কাজটি করেছেন তাঁর ভগ্নিপতি। তিনি এখন অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। এই বলে মেয়েটি হাউমাউ করে কাঁদতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সরকারি কলেজের এক শিক্ষক বলেন, ‘মেয়েটি মদনমোহন কলেজের শিক্ষার্থী, এটা ঠিক। মেয়েটি প্রতারণার শিকার হয়েছে। এটা নিশ্চয়ই কলেজের কোনো কর্মচারী করেছে।’

বিষয়টি নিশ্চিত করে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, ভুয়া প্রবেশপত্র থাকায় ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি।

এ বিষয়ে মদনমোহন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘সে ফরম পূরণ করেনি। আমরা ওয়েবসাইটে ডাউনলোড করার জন্য যে প্রবেশপত্রগুলো দিয়েছি, সেখানে তার প্রবেশপত্র নেই। তার ক্লাস রোল নম্বর জানা ছাড়া এই মুহূর্তে বলতে পারছি না সে আমাদের শিক্ষার্থী কি না।’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম