হোম > সারা দেশ > সিলেট

ট্রেনিংয়ের সময় গুলিবিদ্ধ হয়ে বিজিবি সিপাহীর মৃত্যু

সিলেট সংবাদদাতা

সিলেটের জকিগঞ্জে নিয়মিত অনুশীলনের সময় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নিশান ভৌমিক (৩০) বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি) সিপাহি সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের আয়ুরগ্রাম বিওপি সীমান্ত ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী। 

নিহত নিশান নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে। তিনি যমজ দুই ছেলে সন্তানের বাবা। 

বিজিবি ১৯ জানায়, সকালে ‘অস্ত্রের মেকসেফ ড্রিল’ অনুশীলনের সময় অস্ত্রের ত্রুটির কারণে এক্সিডেন্টাল (দুর্ঘটনাজনিত) ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান ভৌমিক। গুলিটি তাঁর পেটে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা হলে পথে তার অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো রুটিন প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হয়ে নিশান ভৌমিকের মৃত্যু হয়েছে। নিশান ২০১২ সালে বিজিবিতে যোগদান করেন। প্রায় ১০ বছর ধরে তিনি বিজিবিতে কর্মরত ছিলেন। ২ বছর আগে তিনি সিলেটে বদলি হয়ে আসেন।’ 

লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যরা সিলেটে এসে পৌঁছেছেন।’ 

এক প্রশ্নের জবাবে আসাদুন্নবী বলেন, ‘এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ছাড়া বিজিবিতে কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর পরিবার ও সন্তানদের ভরণ-পোষণের ব্যাপারে বাহিনীর নিয়ম আছে। সেই অনুযায়ী নিশানের পরিবারও পাবে।’ 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত