হোম > সারা দেশ > হবিগঞ্জ

বিবিয়ানা গ্যাসফিল্ডের ৩টি কূপ পুনরায় চালু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানার গ্যাসের কূপ থেকে বালু ওঠার কারণে বন্ধ ছয়টি কূপের মধ্যে তিনটি পুনরায় চালু করা হয়েছে। অপর তিনটি কূপ সচল করতে কাজ করছেন অভিজ্ঞ প্রকৌশলীরা। তবে শেভরন বলছে, পুরোপুরি সচল হতে সময় লাগতে পারে আরও কয়েক দিন। 

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান আজ মঙ্গলবার তিনটি কূপ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

শেখ জাহিদুর রহমান জানান, শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে ক্ষতিগ্রস্ত দুটি প্রসেস ট্রেনের মধ্যে একটি প্রসেস ট্রেন ও ছয়টির মধ্যে একটি কূপ গতকাল সোমবার চালু করে। এরপর আজ সকালে আরও দুটি কূপ চালু করা হয়েছে। এর ফলে মোট তিনটি কূপ চালু করা হয়েছে। 

জাহিদুর রহমান বলেন, ‘অবশিষ্ট একটি ট্রেন ও তিনিট কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন।’ 

পেট্রোবাংলা ও শেভরন সূত্র বলছে, গত রোববার সকালে হঠাৎ গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। তবে কোন কূপ থেকে উঠছে, তা শনাক্ত করা যায়নি। তাই জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। 

বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদনক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের অভিযোগকেন্দ্রে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার ভোক্তারা অভিযোগ জানাতে থাকেন। ইফতার, রাতের খাবার ও সেহ্‌রি রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে রোববার দুই দফা বিবৃতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রথম দফায় বলা হয়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। 

দ্বিতীয় দফার বিবৃতিতে বলা হয়, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। 

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার