সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সওদাগর সেলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ২টার দিকে কালিগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম সওদাগর কালিগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও হরাইত্রিলোচন গ্রামের বাসিন্দা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি সওদাগর সেলিম। পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।
ওসি আরও বলেন, আগামীকাল রোববার তাঁকে আদালতে হাজির করা হবে। এই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।